মানবদেহে অগ্ন্যাশয়ের কাজ কী

আমাদের পরিপাকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি হলো অগ্ন্যাশয়।এতে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা-উভয় গ্রন্থি থাকায় এটিকে বলা হয় মিশ্রগ্রন্থি।এর বহিঃক্ষরা গ্রন্থি নিঃসরণ করে অগ্ন্যাশয় রস।এই অংশে অনেকগুলো লোবিউল থাকে।আর অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসরণ করে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানস যাতে থাকে আলফা সেল,বিটা সেল,ডেলটা সেল ইত্যাদি।
অগ্ন্যাশয় লম্বায় ১২-১৫ সেন্টিমিটার হয়ে থাকে।এতে চারটি অংশ থাকে।সেগুলো হলো- মস্তক,গলা,দেহ এবং লেজ।

মস্তকের থাকে দুইটি সার্ফেস-
i.anterior
ii.posterior.
চারটি বর্ডার-
i.superior
ii.inferior
iii.right
iv.left
একটি প্রসেস বা বর্ধিত অংশ- uncinate process.
অগ্ন্যাশয়ের দেহটি ত্রিকোণাকার এবং রয়েছে তিনটি সার্ফেস-
1.anterior
2.inferior
3.posterior
এবং থাকে তিনটি বর্ডার-
1.superior
2.anterior
3.inferior
Superior border এর ডানদিকে থাকে tuber omentali.
Posterior surface এর রিলেশনে থাকে-
1.Abdominal aorta
2.Left crus of diaphragm
3.Left psoas major
4.Sympathetic trunk
5.Left suprarenal gland
6.Left kidney with hilus
7.Left renal vessel
8.Left suprarenal & left gonadal vein.

অগ্ন্যাশয়ের মস্তকে রক্ত সংবহন হয় superior ও inferior pancreaticoduodenal artery দিয়ে।
দেহ ও লেজে রক্ত সংবহন হয় splenic artery এর pancreatic শাখা দিয়ে।

অগ্ন্যাশয়ে ২ ধরনের স্নায়ু সংবহন হয়।
১.সিমপ্যাথেটিক
২.প্যারাসিমপ্যাথেটিক

সিমপ্যাথেটিক সংবহন পায় coeliac এবং superior mesenteric plexus দিয়ে।
আর প্যারাসিমপ্যাথেটিক সংবহন পায় vagus nerve দিয়ে।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment