চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র্যাব। এরপর বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তাকে পুরান ঢাকার সিএমএম আদালতে নেয়ার জন্য পুলিশের একটি বিশেষ গাড়িতে তোলা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজধানীর বনানী থানায় এ মামলা করে র্যাব। একই মামলায় পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলামকেও আসামি করা হয়।
পৃথকভাবে মাদক আইনে একই থানায় নজরুল ইসলাম রাজ ও সবুজ আলীর বিরুদ্ধে মামলা করে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
তিনি বলেন, বনানী থানায় মামলায় দায়েরের পর পরীমণি ও তার ম্যানেজারকে আদালতে নেয়ার প্রক্রিয়া চলছে। আদালতে নেয়া হবে নজরুল রাজ ও তার ম্যানেজারকেও।
চিত্রনায়িকা পরীমণিকে বুধবার রাতে রাজধানীতে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব সদর দপ্তরে নেয়া হয়। সেখানে বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করেন র্যাব কর্মকর্তারা।
এরপর বৃহস্পতিবার তাকে বনানী থানায় হস্তান্তর করা হয়।