মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে ৩০০৭ ডলার

আগামী ২০২২-২৩ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে তিন হাজার ৭ মার্কিন ডলার। বর্তমান ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় দুই হাজার ৪২৮ ডলার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতাকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৫-১৬ ভিত্তিবছর অনুসারে ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় তিন হাজার ৭ মার্কিন ডলার হবে।

‘কভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ স্লোগান নিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। নতুন এ বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭.৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ধরা হয় ৫.৬ শতাংশ।

Leave a Comment

betvisa