শুরু হয়েছে আরেক দফা কঠোরতর লকডাউন। চেকপোস্টে পুলিশ পাহারা বেড়েছে। গণ পরিবহন চলাচল নিষিদ্ধ করতে জায়গায় জায়গায় পুলিশ বসছে।
এরই মধ্যে বাড়ি ফিরতে মাছবাহী ট্রাকে ড্রামের ভেতর চেপে বসেছিলেন ১০ জন যাত্রী। ঢাকা থেকে বের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট ফাঁকি দিয়ে জয়দেবপুর চৌরাস্তা পার হলেও রাজেন্দ্রপুর এলাকায় এসে ধরা পড়ে যান তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তারা ঢাকা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে থেকে ওই ড্রামের ভেতরে উঠে বসেন। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট পার হলেও রাজেন্দ্রপুর এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়।
এ সময় মাছের ড্রাম থেকে বেরিয়ে আসেন লুকিয়ে থাকা যাত্রীরা। মহানগর পুলিশ ড্রাম থেকে যাত্রীদের বের করে ছেড়ে দেন। তবে ট্রাকচালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে I