শনিবার জাপান থেকে আসছে অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন

শনিবার  ২৪ জুলাই জাপান থেকে উপহার হিসেবে দেশে আসছে করোনা প্রতিরোধী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ টিকা দিচ্ছে জাপান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ শুক্রবার দুপুরে জানান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের জন্য জাপানের  প্রথম চালান উপহারের টিকা গ্রহণ করবেন। টিকা হস্তান্তর করবেন জাপানের রাষ্ট্রদূত নাওকি। 

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই তালিকার আওতায় বাংলাদেশকে কয়েক ধাপে ২৯ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান

Leave a Comment