নিন্দা না করায় বাংলাদেশকে টিকা দিবে না

নিন্দা না করায় বাংলাদেশকে টিকা দিবে না ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটদানে বিরত থাকে বাংলাদেশ। ফলে লিথুয়ানিয়া বাংলাদেশকে করোনা টিকার দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে।

লিথুয়ানিয়ান ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন লিথুয়ানিয়ান প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলিতিনের বরাত নিন্দা না করায় বাংলাদেশকে টিকা দিবে না দিয়ে এ কথা জানিয়েছে।

3 মার্চ, ন্যাশনাল রেডিও এবং টেলিভিশন জানিয়েছে যে লিথুয়ানিয়ান সরকার এই সপ্তাহের শুরুতে বাংলাদেশে ফাইজার ভ্যাকসিনের 4,44,600 ডোজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

এর আগে, ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের প্রতিবাদে বুধবার (২রা মার্চ) জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বায়ক জরুরি অধিবেশনে রাশিয়ার হামলা বন্ধে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে নিন্দা না করায় বাংলাদেশকে টিকা দিবে না একটি প্রস্তাব পাস হয়। বাংলাদেশসহ পঁয়ত্রিশটি দেশ প্রস্তাবে ভোটদানে বিরত থাকে। তারা সকলেই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ‘এবস্টেইন’ (পক্ষে বা বিপক্ষে না) ভোট দিয়েছেন।

Leave a Comment