দিনাজপুরে ৮ হাত-পা নিয়ে শিশুর জন্ম

দিনাজপুর বীরগঞ্জে চারটি হাত ও চারটি পা নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। শিশুটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবেই খাবার খাচ্ছে বলে জানা গেছে।


শুক্রবার ভোরে ওই উপজেলার একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় করে উৎসুক জনতা।

শিশুটির বাবা গোলাম রব্বানী কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুরের বাসিন্দা।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে তার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়। পরে একটি মাইক্রোবাসে করে তাকে বেসকারি বীরগঞ্জ ক্লিনিকে নেয়া হয়। শুক্রবার ভোরে সেখানেই তার স্ত্রী সন্তান প্রসব করেন। জন্মের পর দেখা গেছে শিশুটির শরীরের বাঁ দিকে কোমর ও পেটের মাঝামাঝি অংশ থেকে আরো দুটি করে হাত-পা বের হয়েছে।

জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস বলেন, অটিজম ও জিনগত কারণে এ ধরনের জন্মগত ত্রুটি হয়। এছাড়া গর্ভকালীন গর্ভনিরোধক পিল কিংবা চিকিৎসকের পরামর্শ ব্যতীত উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করলে এ ধরনের ঘটনা ঘটে। গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

Leave a Comment

betvisa