আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মার্কিন সেনাসহ ৭২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এর মধ্যে ১২ জন মার্কিন সেনা রয়েছেন।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে আল-জাজিরা জানায় বিস্ফোরণে এখন পর্যন্ত ৬০ জন আফগান ও ১২ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। কাবুলের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র ইমারজেন্সি হাসপাতাল জানিয়েছে, ৯০ মিনিটের মধ্যে তারা আহত অবস্থায় ৬০ জনকে পেয়েছিল। পরে এ সংখ্যা আরও বাড়ে।
এদিকে হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’
আফগানিস্তানের বিষয়ে কংগ্রেশনাল ব্রিফিংয়ের বিষয়ে ওয়াকিবহাল একটি সূত্রের বরাত দিয়ে আল–জাজিরার খবরে বলা হয়, মার্কিন কর্মকর্তারা এ ঘটনার জন্য আইএসআইএস-খোরাসান গ্রুপ দায়ী বলে মনে করছেন।
মার্কিন সরকারের গোয়েন্দা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আরেক সরকারি সূত্র আল–জাজিরাকে জানায়, যুক্তরাষ্ট্র সরকার ঘটনা তদন্ত করে দেখছে। এই হামলার ধরন দেখে এটি আইএসআইএসকের বলে মনে হচ্ছে।
এই হামলার ঘটনার পর যুক্তরাজ্য দেশটির ওপর ২৫ হাজার ফুটের নিচ দিয়ে কোনো ফ্লাইট চলাচল না করতে সতর্ক করে দিয়েছে।