সোডিয়ামের ঘাটতি হওয়ার পরিণাম জেনে নিন

By Dipa Sikder Jyoti Aug 26, 2021
Young Woman Drinking Water by Sea

শরীরে সোডিয়ামের পরিমাণ কমে গেলে তাকে বলে হাইপোন্যাট্রেমিয়া।সাধারণত ১৩৫ মিলিমোল/লিটার এর চেয়ে কমে গেলে এ অবস্থার সৃষ্টি হয়।

এই রোগটির পরবর্তী অবস্থা হলো-
*সেরেব্রাল ইডিমা
*বমি ভাব
*মাথাব্যথা
*ক্লান্তিভাব
*কোমা
*মৃত্যুও হতে পারে
*ওভারহাইড্রেশন
*দ্বিধাগ্রস্ত অবস্থা

ক্রোনিক হাইপোন্যাট্রেমিয়ার ক্ষেত্রে হয়-
*৪% কনভালশন
*৬% মৃত্যু

একিউট এর ক্ষেত্রে,
*২৯% কনভালশন
*৫০% মৃত্যু

শরীরে যাতে পর্যাপ্ত সোডিয়াম থাকে সেক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে।কারণ এটির হ্রাস পাওয়ার পরিণাম ভয়াবহ হতে পারে।

©দীপা সিকদার জ্যোতি

By Dipa Sikder Jyoti

আমি দীপা সিকদার জ্যোতি।লেখাপড়ার পাশাপাশি রংপুর ডেইলীতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কাজ করছি।সকলের আশীর্বাদ একান্ত কাম্য।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *