তিন দিনের ব্যবধানে ৫ লাখ মানুষ ইউক্রেন ছাড়ল

ইউক্রেনে রাশিয়ার হামলার মাত্রা বেড়ে যাওয়ায় শরণার্থীর ঢল বেড়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে আরও ৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছে।আল-জাজিরার খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আজ শুক্রবার জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর এ পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে। এর আগে ৮ মার্চ জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছিলেন, ওই দিন পর্যন্ত ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছিল।

ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে আজ আইওএম এক টুইট বার্তায় উল্লেখ করেছে, এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের ত্রাণসহায়তা প্রয়োজন। প্রতি ঘণ্টায় এমন সাহায্যপ্রার্থী মানুষের সংখ্যা বাড়ছে।ইউক্রেনে রুশ বাহিনীর হামলার পরিস্থিতি তুলে ধরে আরেকটি তথ্য জানিয়েছে জাতিসংঘের কো–অর্ডিনেশন ফর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স। সংস্থাটি জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের ভেতরে কমপক্ষে ১৮ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দলে দলে মানুষ ইউক্রেন ছেড়ে পালাচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অল্প সময়ের ব্যবধানে এত শরণার্থীর ঢল এর আগে দেখেনি ইউরোপ।

ইউক্রেনীয়দের পরিস্থিতি তুলে ধরে এর আগে গ্রান্ডি বলেছিলেন, রুশ হামলা শুরুর পর প্রথম দফায় যারা ইউক্রেন ছেড়েছিল, তাদের সঙ্গে ‘কিছু সম্পদ ছিল’। অনেকে গাড়ি নিয়ে ইউক্রেন ছেড়েছে এবং তাদের অনেকের সঙ্গে ইউরোপের অন্য দেশগুলোয় অবস্থানরত অনেকের যোগাযোগ ছিল। ফলে তারা তাদের পরিবার, বন্ধু, তাদের পরিচিতজনদের কাছে যেতে পেরেছে। কিন্তু এই সংঘাত যদি দীর্ঘদিন ধরে চলে, তবে যাদের সম্পদের পরিমাণ কম এবং যোগাযোগ রয়েছে অল্পবিস্তর, তারাও বাধ্য হবে ইউক্রেন ছাড়তে।

 

Leave a Comment

betvisa