করোনার টিকা নেয়ার জন্য কোন কেন্দ্রে যেতে হবে তা এবার জানা যাবে ফেসবুকেই। ভ্যাকসিন ফাইন্ডার এক টুলের মাধ্যমে সকল বাংলাদেশিরা জানতে পারবেন কারা টিকা নিতে পারবে এবং কোথায় গিয়ে তা নিতে হবে। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন ফাইন্ডার টুল চালু করেছে ফেসবুক।
বুধবার ২৮ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক জানায়, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মানুষকে কোভিড-সম্পর্কিত তথ্য পেতে সাহায্য করা ও দেশে টিকাদান কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য ফেসবুকের সামগ্রিক প্রকল্পের একটি অংশ এই ভ্যাকসিন ফাইন্ডার টুল। এই টুলের কাজগুলো হলো –
- ফেসবুক নিউজ ফিডে এই টুলটি প্রয়োজনীয় তথ্যের সঙ্গে মানুষকে যুক্ত করবে ।
- টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া কীরকম তার সকল তথ্য দেওয়া থাকবে
- কারা টিকা নিতে পারবে, কোথায় টিকা দেওয়া যাবে তা টুল থেকে জানতে পারা যাবে।
ফেসবুকের কোভিড-১৯ তথ্যকেন্দ্রে ইংরেজির পাশাপাশি বাংলাতেও ভ্যাকসিন ফাইন্ডার টুলটি পাওয়া যাবে।
এছাড়াও মহামারি চলাকালীন স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও মানুষকে সর্বশেষ তথ্যের সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে ফেসবুক। এ পর্যন্ত ১ কোটিরও বেশি বাংলাদেশি ফেসবুকের ব্লাড ডোনেশনস টুল ব্যবহার করে সাইন আপ করেছেন যেন তারা দেশে রক্তের সঙ্কট কমিয়ে আনার প্রচেষ্টায় ভূমিকা রাখতে পারেন।