চলতি মাসেই শূন্যপদের ৫৭ হাজার শিক্ষক নিয়োগ

চলতি মাসেই শূন্যপদের ৫৭ হাজার শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদকঃ চলতি মাসেই ৫৭ হাজার শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে শূন্যপদের তথ্য সংশোধনের কাজ শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরিকল্পনা করেছে । এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় অনুমতি প্রদান করেছে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে ।

চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মো. আশরাফ উদ্দিন শনিবার এ তথ্য জানিয়েছেন ।

তিন বলেন, চেষ্টা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে । গত বুধবার টেলিটকের সঙ্গে আলোচনা করেছি এ বিষয়ে টেকনিক্যাল সাপোর্ট দিতে। টেলিটক সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আমাদের ।

তিনি আরো বলেন, সেটি যাচাই-বাছাইয়ের কাজ চলছে প্রতিষ্ঠান প্রধানরা শূন্যপদের যে তথ্য পাঠিয়েছেন আমাদের কাছে । সেগুলো আমরা নথিভুক্ত করব হালনাগাদকৃত তথ্য পেলে । ৫৭ হাজারের বেশি তথ্য নথিভুক্ত করতে সময়ের প্রয়োজন। তবে দ্রুত করতে চাই আমরা সবকিছুই । আমাদের কাজ শেষ পর্যায়ে আছে। আশা করছি, চলতি মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *