চলতি মাসেই শূন্যপদের ৫৭ হাজার শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদকঃ চলতি মাসেই ৫৭ হাজার শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে শূন্যপদের তথ্য সংশোধনের কাজ শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরিকল্পনা করেছে । এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় অনুমতি প্রদান করেছে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে ।

চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মো. আশরাফ উদ্দিন শনিবার এ তথ্য জানিয়েছেন ।

তিন বলেন, চেষ্টা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে । গত বুধবার টেলিটকের সঙ্গে আলোচনা করেছি এ বিষয়ে টেকনিক্যাল সাপোর্ট দিতে। টেলিটক সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আমাদের ।

তিনি আরো বলেন, সেটি যাচাই-বাছাইয়ের কাজ চলছে প্রতিষ্ঠান প্রধানরা শূন্যপদের যে তথ্য পাঠিয়েছেন আমাদের কাছে । সেগুলো আমরা নথিভুক্ত করব হালনাগাদকৃত তথ্য পেলে । ৫৭ হাজারের বেশি তথ্য নথিভুক্ত করতে সময়ের প্রয়োজন। তবে দ্রুত করতে চাই আমরা সবকিছুই । আমাদের কাজ শেষ পর্যায়ে আছে। আশা করছি, চলতি মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে।

Leave a Comment