Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    গ্রেনেড হামলার ভুক্তভোগীরাই জানেন জীবন কীভাবে চলছে

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকAugust 21, 2021Updated:August 21, 2021No Comments2 Mins Read
    Default Image

    ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের একজন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদক মাহবুবা পারভিন। ওই হামলায় মারাত্মক আহত হয়ে ৭২ ঘণ্টা আইসিইউতে ছিলেন তিনি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। বাঁচবেন কি না, তা নিয়ে ছিল শঙ্কা।

    মাহবুবা পারভিন বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয় আমাকে। ২৫ দিন পর আমার জ্ঞান ফেরে। তখন থেকেই প্রতিদিন প্রতিক্ষণ যন্ত্রণা ভোগ করছি। এমন কষ্ট যে, চিৎকার করে কেঁদেছি। সেই থেকে আজ পর্যন্ত একটি রাতেও ঠিকমতো ঘুমাতে পারি না।’

    ২১ আগস্ট গ্রেনেড হামলায় ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। পরে আহতদের অনেকে হাসপাতালে মারা যান। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৪ জনে।

    ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সামবেশে যোগ দিতে সাভার থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এসেছিলেন মাহবুবা পারভিন। তিনি বলেন, ‘দুপুরের রান্না করছিলাম তখন। হঠাৎ স্বেচ্ছাসেবক লীগের অ্যাডভোকেট মঞ্জিলা আপার ফোন। তিনি বললেন, ঢাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশে যোগ দিতে হবে। আমি রান্না যতটুকু করেছি, ততটুকু রেখেই সমাবেশে আসার প্রস্তুতি নিতে শুরু করি। ছেলেকে বললাম, যা আছে, তাই দিয়ে খাও। রাতে এসে রান্না করে খাওয়াবো।’

    ‘সাভার থেকে বঙ্গবন্ধু এভিনিউতে এসে আইভি আপার (আইভি রহমান) পাশে পেছনের একটি ট্রাকের চাকার সামনে দাঁড়িয়েছিলাম। আপার (শেখ হাসিনা) বক্তব্য শেষ হওয়ার ঠিক আগেই বিকট শব্দ হলো। শুধু চিৎকার আর চিৎকার। আমি পড়ে গেলাম। এরপর আর আমার কিছুই মনে নেই,’ বলেন মাহবুবা পারভিন।

    সেই ভয়াবহ ক্ষণের বর্ণনা দিতে গিয়ে চোখে-মুখে আতঙ্ক ভর করে মাহবুবার। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলেন, ‘আমার এক সাইড প্যারালাইজড হয়েছিল। বাম হাত, বাম পা অবশ হওয়ায় আমাকে দাঁড় করাতে পারছিল না। স্বেচ্ছসেবক লীগের প্রচার সম্পাদক আশীষ কুমার মজুমদার আমাকে সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে যান। আমার ভাই যখন ডাক্তারের কাছে আমার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন, তখন ডাক্তার বলেছিলেন, উনি বেঁচে আছেন না কি মরে গেছেন, তা ৭২ ঘণ্টা পর বোঝা যাবে।’

    এত বছরেও শরীরের ভেতরে থাকা স্প্লিন্টারের কারণে ঠিকমতো ঘুমাতে পারেন না জানিয়ে মাহবুবা বলেন, ‘মাঝে মাঝেই রাতে চিৎকার করে কেঁদে উঠি। পায়ের মধ্যে স্প্লিন্টারগুলো কাটার মতো বিঁধে। যন্ত্রণা সইতে না পেরে নিজেই ব্লেড দিয়ে পা কেটে স্প্লিন্টার বের করতে চেয়েছিলাম। প্রতিনিয়ত মৃত্যুযন্ত্রণা বয়ে চলছি।’

    চিকিৎসার ব্যবস্থা এবং সার্বিক খোঁজ-খবর রাখায় দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান মাহবুবা পারভিন। তিনি বলেন, ‘ওই হামলায় তিনি নিজের (শেখ হাসিনা) কথা চিন্তা না করে আমাদের চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিলেন, নির্দেশনা দিয়েছেন, খোঁজ নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন।’

    ‘২১ আগস্টের গ্রেনেড হামলার পর শুধু ভুক্তভোগীরাই জানেন তাদের জীবন কীভাবে চলছে। কতটা যন্ত্রণা, কষ্ট নিয়ে প্রতিটি দিন পার করেন তারা। প্রতিদিনই আমাদের বেঁচে থাকার লড়াই,’ বলেন মাহবুবা পারভিন।

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.