২০২১ সালের ৩১ শেষ এইচ এস সি পরীক্ষার জন্য অনলাইন এ ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বোর্ড।ফরম পূরণের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১২ আগস্ট থেকে ২৫ শে আগস্ট পর্যন্ত।এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না, তাই এ সংক্রান্ত কোনো ফিও নেয়া যাবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।৩১ জুলাই শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এবার বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ১৬০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১ হাজার ৭০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি অনলাইনে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে যেতে বারণ করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, করোনা পরিস্থিতির কারণে শিক্ষামন্ত্রী দীপু মনির নির্দেশে এবার রেজিস্ট্রেশন ফির অর্থ কমানো হয়েছে।এছাড়া তিনি আরো বলেন, কোনো প্রতিষ্ঠান যদি কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।