রংপুর মহানগরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ জুন) বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের ২৭ তম ওয়ার্ড কাউন্সিলর হারুন-উর-রশিদের তত্ত্বাবধানে ও সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবার কার্যক্রম সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে উদ্বোধন করা হয় মোস্তাফিজুর রহমান মোস্তফা।
এ সময় মেয়র বলেন, রংপুরে এটি আমাদের প্রথম উদ্যোগ। অ্যাম্বুলেন্স পরিষেবাটি সমস্ত দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, তাই আমি এই মহান উদ্যোগের জন্য ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হারুনকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব মাহমুদুর রহমান টিটু, ২১, ২৬, ২৭ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি, এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম শওকত আলী, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, যুগ্ম সম্পাদক লোকমান ও ড। সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, বেঙ্গল আইের চেয়ারম্যান আলহাজ্ব তানভীর হোসেন আশরাফি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে ১৩ টি বস্তির জন্য ১ টি অ্যাম্বুলেন্স, ১০ টি ফ্রি অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন পরিষেবা সরবরাহ করা হয়েছে।