Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    পশ্চিমবঙ্গে তৃতীয় দফা ভোটগ্রহন শুরু

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকApril 6, 2021Updated:June 15, 2021No Comments2 Mins Read
    12220190418135128

    ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো আট দফায় ভোটগ্রহন চলছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে পশ্চিমবঙ্গে তৃতীয়দফা ভোট গ্রহন শুরু হয়েছে। হাওড়া, হুগলি ও দক্ষিন চব্বিশ পরগনার ৩১ আসনের এ ভোটগ্রহন চলবে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত। এ দফায় ৩১ আসনের বিরুদ্ধে লড়ছেন বিজেপি, তৃণমূল, সংযুক্ত মোর্চা ও অন্যান্য রাজনৈতিক দলের মোট ২০৫ জন প্রার্থী। ১০ হাজার ৮৭১টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭৮ লাখ ৫২ হাজার ৪২৫ জন।
    প্রথম দফার ভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় দফায় বেশি কিছু বিচ্ছিন্ন হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। মেদেনীপুরে দ্বিতীয় দফা ভোটের দিনে বিজেপির এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু সাময়িক উত্তেজনার সৃষ্টি করে। তৃতীয় দফায় এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও ভোটকেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র পুলিশসহ ৭২,৮০০ জন নিরাপত্তাবাহিনীর সদস্য নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে.১৪৪ ধারা জারি করা হয়েছে।
    এদিকে প্রথম ও দ্বিতীয় দফার মতো তৃতীয় দফার ভোটগ্রহনেও রেকর্ড সংখ্যক ভোটদান বজায় রাখার আহ্বান জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা এ টুইটে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের যেসব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেয়ার আবেদন জানাই। ভোট দিন আর গণতন্ত্রকে আরও শক্তিশালী করুন।’ প্রটোকল অনুসারে তাঁর টুইটে কোনো রাজনৈতিক ইঙ্গিত না থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহর করা টুইটে বিজেপির নেতাদের নির্বাচনী প্রচারে ব্যবহৃত ‘শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব’-এর উপস্থিতি লক্ষ্য করা যায়। টুইটে অমিত শাহ লিখেন, ‘আমি তৃতীয় দফার ভোটে বাংলার সকল ভোটারের কাছে আবেদন জানাই যে, একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব বাংলায় শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করে বাংলাকে স্বনির্ভর করতে পারে। তাই অবশ্যই ভোট দিন এবং বাংলার উন্নয়নে অংশীদার হোন।’ তিনিও বাংলায় এ টুইটটি লিখেন।
    পশ্চিমবঙ্গ রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ৩০টি, দ্বিতীয় দফায় ৩০টি আসনের ভোট গ্রহন শেষে আজ ৩১টি আসনের ভোটগ্রহন চলছে। আজ ৩১ আসনে ১০ জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এরমধ্যে তৃণমূলের হয়ে লড়ছেন বিধানসভার সাবেক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের চিকিৎসক সংগঠনের প্রধান ও সাবেক মন্ত্রী নির্মল মাজি ও বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল। বিজেপির হয়ে লড়ছেন রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত, টালিউড অভিনেত্রী পাপিয়া অধিকারী ও তনুশ্রী চক্রবর্তী। কংগ্রেসের হয়ে লড়ছেন অমিতাভ চক্রবর্তী ও অসিত মিত্র। আরো আছেন সিপিএমের কমিউনিস্ট নেতা কান্তি গাঙ্গুলি ও আরএসপির সাবেক মন্ত্রী সুভাষ নস্কর। আজকের এ ভোটগ্রহন এই দশজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণের দিনও বটে।
    এই ৩১টি আসনের সব কয়টি আসন নিজেদের দখলে রাখতে চায় তৃণমূল। অপরদিকে বিজেপি এ আসনগুলোয় ভাগ বসিয়ে নিজেদের পাল্লা ভারি করতে চায়। উল্লেখ্য সর্বশেষ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই ৩১টি আসনের মধ্যে তৃণমূল জয় পেয়েছিল ৩০টি আসনে, অপরদিকে বিজেপি জয় পেয়েছিল মাত্র একটি আসনে।
    Reporter: N Hossain

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.