বুধবার থেকে হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়াল বিচারকাজ

আগামী বুধবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু হচ্ছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে রবিবার সন্ধ্যায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট বুধবার হতে ‘আদালত কর্তৃক তথ্য- প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং এ সংক্রান্তে জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করতঃ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালিত হবে।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রেক্ষিতে গত এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ফের উচ্চ আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর হাইকোর্টের নির্দিষ্ট কিছু বেঞ্চে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম চলছিল।

গত রবিবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চ্যুয়ালি বিচার কার্যক্রমসহ হাইকোর্টের ১২টি ভার্চুয়াল বেঞ্চে এখন বিচারকাজ চলছে।

Leave a Comment