৯ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

৯ হাজার ছাড়িয়েছে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা । হাসপাতালে ভর্তি হয়েছে গত ২৪ ঘণ্টায় ২৬৭ ডেঙ্গু রোগী । তবে এ নিয়ে চলতি বছর ৯ হাজার ১২০ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ।

আজ বৃহস্পতিবার ১ হাজার ৯০ জন ভর্তি আছে রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী । ভর্তি ছিল অন্যান্য জেলায় আর বাকি ১২৫ রোগী । আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছে ৪০ জন চলতি বছরের ১ জানুয়ারি থেকে ।

দৈনিক ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়তে শুরু করেছে গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে । তবে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ছিল ১০০ জন । আর জুনে আক্রান্ত হয় ২৭২ জন । ২ হাজার ২৮৬ জুলাই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল । তবে চলতি মাসের ২৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৬২ জন।

এ রোগ ছড়ায় দুই দশকের বেশি সময় ধরে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব চললেও ২০১৯ সালে ঢাকায় ব্যাপকভাবে । তবে সে সময় সরকারি হিসাবে দেশে লাখের বেশি মানুষ আক্রান্ত ও দেড় শতাধিক মানুষের মৃত্যু হয় । তবে এরপর সমালোচনার মুখে দুই বছর ঢাকায় মশকনিধনে ব্যাপক কার্যক্রম চালায় দুই সিটি করপোরেশন । তবে এবার করোনা মহামারির মধ্যে আবার সেই ডেঙ্গু নতুন দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে।

Leave a Comment