২৪ ঘণ্টায় আরও ১১৭ মৃত্যু, শনাক্ত ৩৫২৫

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৮৪৬ জন।

এই সময়ে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫২৫ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গতকাল করোনায় ১০২ জনের মৃত্যু হয়েছিল। গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া, ৭ আগস্ট মৃত্যু হয়েছিল ২৬১ জনের।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৭ জনের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৬১ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ জন মারা গেছেন।

এ ছাড়া, খুলনা বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ছয় জন, রংপুর বিভাগে পাঁচ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে চার জন করে মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ চার হাজার ৩৭০ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৬ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৫০ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৭৪ শতাংশ।

Leave a Comment