১০ কোটি টাকার সোনা জব্দ বিমানের ফ্লাইট থেকে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কোটি টাকা মূল্যের ১২০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে সোনাগুলো জব্দ করা হয়।

জব্দকৃত ১২০টি সোনার বারের ওজন প্রায় ১৩.৯২ কেজি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, আগামীকাল বুধবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বিমানবন্দরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment