হার্ড হিটার সাব্বির রহমান ফের বিতর্কে

বাংলাদেশ ক্রিকেটের ব্যাড বয় হিসেবে পরিচিত হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান আবারও বিতর্কে জড়িয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বুধবার (১৬ জুন) স্পিনার ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন সাব্বির রহমান। লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন তিনি। অন্যদিকে সানি খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।

এ ঘটনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম বরাবর চিঠি পাঠিয়ে সাব্বিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে।

এদিকে ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালিগালাজ করারও অভিযোগ উঠেছে সাব্বিরের বিরুদ্ধে। বর্ণ বৈষ্যমূলক আচরণও করতে থাকেন রূপগঞ্জের এই ক্রিকেটার।

সিসিডিএমকে পাঠানো অভিযোগের চিঠিতে শেখ জামাল লিখেছে, ১৬ জুন বিকেএসপির ৩নং মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের খেলোয়াড় মোহাম্মদ ইলিয়াসকে লিজেন্ডস অব রূপগঞ্জের খেলোয়াড় সাব্বির রহমান রুম্মন মাঠের বাইরে থেকে বিনা কারণে উপুর্যপরি ইট ছুঁড়ে মারেন। অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণ বৈষম্য মূলক আচরণ করেন। একজন প্রফেশনাল খেলোয়াড় হিসেবে এহেন আচরণ অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে। এ অবস্থায়, সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জনানো যাচ্ছে।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার এরআগে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। খেলা চলাকালীন গ্যালারিতে গিয়ে দর্শক পিটিয়ে ছয় মাস নিষিদ্ধ পর্যন্ত হয়েছেন তিনি। কয়েক মাস আগে নিজ শহর রাজশাহীতে এক পরিচ্ছনাতাকর্মীর গায়ে হাত তুলে ক্ষমা চেয়েছিলেন তিনি।

Leave a Comment