হাইতি ভূমিকম্প, মৃত্যু বেড়ে ১২৯৭

হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২৯৭ জনে। গত শনিবার হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়। দেশটির পেটিট ট্রু দে নিপ্পস শহর থেকে ৮ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে দেখা গেছে ভূমিকম্পের মাত্রা ৭ ।  

গত শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ভয়াবহ এ ভূম্পিকম্পে বহু গির্জা, হোটেল ও ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

হাইতি এমনিতেই  রাজনৈতিক ও মানবিক সংকটে জর্জরিত ক্যারিবীয় অঞ্চলের দরিদ্র একটি দেশ। তারমধ্যে এই প্রাকৃতিক দূর্যোগের ফলে া ফের আরেকটি শোচনীয় ঘটনার মুখোমুখি হলো। এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এর আগে ২০১০ সালের ১২ জানুয়ারি হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার ফলে ২২০,০০০ থেকে ৩০০,০০০ মানুষ মারা গিয়েছিল এবং আরও কয়েক হাজার লোক আহত হয়েছিল। 

Leave a Comment