শরীরে সোডিয়ামের পরিমাণ কমে গেলে তাকে বলে হাইপোন্যাট্রেমিয়া।সাধারণত ১৩৫ মিলিমোল/লিটার এর চেয়ে কমে গেলে এ অবস্থার সৃষ্টি হয়।
এই রোগটির পরবর্তী অবস্থা হলো-
*সেরেব্রাল ইডিমা
*বমি ভাব
*মাথাব্যথা
*ক্লান্তিভাব
*কোমা
*মৃত্যুও হতে পারে
*ওভারহাইড্রেশন
*দ্বিধাগ্রস্ত অবস্থা
ক্রোনিক হাইপোন্যাট্রেমিয়ার ক্ষেত্রে হয়-
*৪% কনভালশন
*৬% মৃত্যু
একিউট এর ক্ষেত্রে,
*২৯% কনভালশন
*৫০% মৃত্যু
শরীরে যাতে পর্যাপ্ত সোডিয়াম থাকে সেক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে।কারণ এটির হ্রাস পাওয়ার পরিণাম ভয়াবহ হতে পারে।
©দীপা সিকদার জ্যোতি