সংসদ বসছে ১৬ জানুয়ারি

একাদশ জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশন বসছে ১৬ জানুয়ারি। ওই দিন বিকেল চারটায় অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এটা হবে একাদশ সংসদের ষোড়শ অধিবেশন। বছরের প্রথম তথা শীতকালীন অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। অধিবেশনের প্রথম দিন জাতীয় সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। পরে সাংসদেরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন। তবে গত বছর করোনা সংক্রমণের কারণে অধিবেশন খুব একটা দীর্ঘ ছিল না। সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় অধিবেশন কত দিন চলবে, তা নির্ধারণ করা হবে।

দুই বছর আগে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সাংবাদিকদের সংসদ ভবনে ঢুকতে দেওয়া হয়নি। সাংসদদের বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়। অধিবেশনকক্ষে সাংসদদের উপস্থিতি সীমিত রাখা হয়।
করোনা পরীক্ষার পরই সাংসদদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। একইভাবে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা পরীক্ষা করিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে দেওয়া হয়।

Leave a Comment