সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আরভিন মেডিকেল সেন্টারের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তার মূত্রনালি থেকে সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়েছে বলে সিএনএনকে জানিয়েছেন চিকিৎসকেরা।

এক বিবৃতিতে তারা জানান, নিবিড় পর্যবেক্ষণের জন্য ক্লিনটনকে আইসিইউতে রাখা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক ও তরল খাওয়ানো হচ্ছে।

আরও বলছেন, সাবেক প্রেসিডেন্টের আইসিইউ সেবার দরকার ছিল না। তার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে এখানে রাখা হয়েছে।

ক্লিনটনের অবস্থা এখন ভালো। পরিবার ও কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং তার চলাফেরা স্বাভাবিক বলেও জানানো হয়েছে।

চিকিৎসকেরা বলছেন, দুই দিনের চিকিৎসা শেষে তার রক্তের শ্বেত কণিকা কমছে এবং অ্যান্টিবায়োটিক ভালোই সাড়া দিচ্ছে। আশা করছি, শিগগিরই বাড়ি ফিরতে পারবেন তিনি।

ক্যালিফোর্নিয়ায় নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এসে মঙ্গলবার অসুস্থবোধ করেন ক্লিনটন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭৫ বছরের সাবেক প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার চিকিৎসকেরা বলছেন, বয়স্কদের ক্ষেত্রে এ ধরনের সংক্রমণ অতি পরিচিত। যা সহজে রক্তে ছড়িয়ে পড়লেও দ্রুত সেরেও ওঠে রোগী। ক্লিনটনকে শুক্রবার পর্যন্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হবে।

এর আগে ২০০৪ ও ২০১০ সালে হার্টের চিকিৎসার জন্য দুই দফা হাসপাতালে ভর্তি হন ক্লিনটন। এর মধ্যে প্রথমবার তার বাইপাস সার্জারি হয়।

Leave a Comment