শাহজালালে ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার: গ্রেপ্তার ২

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ৫ শ মার্কিন ডলার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন বাংলাদেশি নাগরিক মাহমুদা ফিরোজ ও তুর্কি নাগরিক মেহমেত রেমজি।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের (ইকে ৫৮৭) একটি ফ্লাইটে  যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা করেন মাহমুদা ফিরোজ। এ সময় কাস্টমস কর্মকর্তারা তার শরীর ও লাগেজ তল্লাশি করে সাড়ে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেন। যুক্তরাষ্ট্রে তার দুই ছেলেমেয়ে থাকেন। তিনি রাজধানীর নিউমার্কেট এলাকার বাসিন্দা।

তিনি আরো বলেন, একই দিন রাত সাড়ে ৯টার বিমানবন্দরে ২ লাখ মার্কিন ডলারসহ মেহমেত রেমজি নামে তুর্কি নাগরিককে আটক করা হয়। দুজনই ডলারগুলো পাচারের চেষ্টা করেছিলেন বলে কাস্টমস কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Leave a Comment