লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ক্রমেই বাড়ছে। বর্তমানে লালমনিরহাটের ৫টি উপজেলার তিস্তা চর অঞ্চল গুলোতে আগাম বন্যা ও জলাবন্ধতা দেখা দিয়েছে। বন্যার আশঙ্কায় তিস্তা পাড়ের মানুষ।
আজ রবিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা দোয়ানী তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার ৮ সেন্টিমিটর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজ দোয়ানী পয়েন্টে তিস্তা পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫২ সেন্টিমিটর।

জানা গেছে, গত দুই দিন ধরে ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর চর এলাকা গুলোতে জলবন্ধতা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দোয়ানী ডালিয়া’র নির্বাহী প্রকোশীলী রবিউল ইসলাম জানান, বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি কমতে শুরু করেছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, তিস্তার পানি বৃদ্ধি পেলেও জেলায় কোনো পরিবার পানি বন্দি নেই। তবে পানি বৃদ্ধি পেলে পানি বন্দি পরিবারের জন্য আমাদের শুকনো খাবারের জন্য আগাম ব্যবস্থা করা রয়েছে।

Leave a Comment