রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন।

উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৮ জনের মধ্যে করোনা নেগেটিভ হওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৬ জনের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের একজন, পাবনার ৩ জন ও কুষ্টিয়ার একজন। মৃতদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ২ জন। বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃত ১৬ জনের মধ্যে ৬ জনের বয়স ৬১ বছরের উপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ৪ জন। এ নিয়ে চলতি মাসের ১৭ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩০৭ জনের মৃত্যু হল। এর মধ্যে করোনা পজিটিভ ছিল ৯৬ জন আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন ২০২ জন। ২৪ ঘণ্টায় এখানকার করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৬ জন। আর এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ জন।

বর্তমানে রামেক হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫২৭ জন।

Leave a Comment