রাবির বঙ্গবন্ধু হলে ১৬ ডিসেম্বরকে ‘স্বাধীনতা দিবস’ উল্লেখ করে বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একটি বিজ্ঞপ্তিতে ১৬ ডিসেম্বরকে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দিবসের কর্মসূচিতে হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিটি টানানো হয়েছিল। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে আজ বৃহস্পতিবার দুপুরে তা সংশোধন করে হল কর্তৃপক্ষ।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার হলের প্রবেশপথসহ কয়েকটি স্থানে বিজ্ঞপ্তিটি টাঙানো হয়েছিল। এতে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ২০২১ উদ্‌যাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৬.১২.২০২১ তারিখ বৃহস্পতিবার সকাল ৭.০০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং সকাল ৭.০৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেই লক্ষ্যে সকাল ৬.৪৫ মিনিটে সকল আবাসিক ছাত্রদের হল গেটে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীরা সমালোচনা শুরু করেন। পরে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে হল কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তি সরিয়ে নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়।এ বিষয়ে হল প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক রওশন জাহিদ বলেন, ‘আসলে অনাকাঙ্ক্ষিতভাবে এমন ভুল হয়ে গেছে। তবে আমরা নজরে আসার সঙ্গে সঙ্গেই সংশোধন করেছি।’

Leave a Comment