রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া ৪ জনের মধ্যে ১ জন রাজশাহী ও ৩ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ২ জনের শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২২৯টি নমুনা পরীক্ষা করে ৮ জনকে শনাক্ত করা হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ ও নাটোরে ৭ দশমিক ৫৫ শতাংশ।

Leave a Comment