রংপুর প্রেসক্লাবে নির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ

রংপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। ক্লাবের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখাসহ সাংবাদিকদের অধিকার আদায়ে নতুন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর বারোটায় অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী পরিষদ।

এর আগে বিদায়ী সভাপতি (ভারপ্রাপ্ত) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, মাহবুবুল ইসলাম, বিদায়ী পরিষদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ইসলাম বাবু, কার্যকরী সদস্য জয়নাল আবেদীন, খন্দকার মোস্তফা সরওয়ার, সাধারণ সদস্য শরীফুজ্জামান বুলু, রফিকুল ইসলাম, ফরহাদুজ্জামান ফারুক প্রমুখ। পরে নতুন পরিষদের সভাপতি মাহবুব রহমান হাবু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিকের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত পরিষদের সহ-সভাপতি আবু তালেব, আব্দুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, কোষাধ্যক্ষ আব্দুর রউফ সরকার, ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম নিশাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক একেএম মঈনুল হক, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য মোনাব্বর হোসেন মনা, জাকির হোসেন, সাব্বির আরীফ মোস্তফা পিয়াল, মমিনুর ইসলাম।

দায়িত্বগ্রহণ করে আগামী দিনে সম্প্রীতি, সৌহার্দ্য ও সমৃদ্ধির মেলবন্ধনে চলমান উন্নয়ন ত্বরাণ্বিত করার ঘোষণা দেন নতুন সভাপতি মাহবুব রহমান। অন্যদিকে প্রতিশ্রুতির বাস্তবায়ন ও সাংবাদিকদের অধিকার আদায়ে সকলের সহযোগিতা চেয়েছেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক।

Leave a Comment