রংপুরে এক দিনে সড়কে ঝড়লো ১০ প্রাণ: আহত অর্ধশত

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর রেকর্ডে যোগ হলো রংপুরের নতুন ঘটনা। একদিনেই বিভাগের দুই জেলায় মোট মৃত্যু ১০ এবং গুরুতর আহত অর্ধশতাধিক। রবিবার(১৮ জুলাই) সকালে রংপুর জেলার বলদীপুকুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় ৬ জন এবং গুরুতর আহত হয় প্রায় ৩৫ জন।

একই উপজেলায় দুপুরে হেনা মেমোরিয়াল কলেজ এর সামনে একটি গরু পরিবহনকারী ট্রলিকে ট্রাক ধাক্কা দিলে একজন নিহত হয় এবং আহত হয় ৫ জন।পরে রাত ন’টায় উপজেলার জায়গীরে মাইক্রোবাস ভ্যানকে ধাক্কা দিলে একজন নিহত হয় এবং বলদীপুকুরে ট্রাক উল্টে পরে একজন নিহত হয়।

এদিকে বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ছিনাই বাজারের পাশে বাস ও নসিমন এর মুখোমুখি সংঘর্ষে নসিমন চালকের মৃত্যু হয়।

একই দিনে বিভাগের দুই জেলায় সড়কে ঝড়লো ১০ টি প্রাণ এবং গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন প্রায় ২০ জন।

Leave a Comment