Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    যুদ্ধে ব্যর্থতায় আট জেনারেলকে বরখাস্ত করেছেন পুতিন, দাবি ইউক্রেনের

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMarch 13, 2022Updated:March 15, 2022No Comments2 Mins Read
    Default Image

    ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর কয়েক শীর্ষস্থানীয় সেনা জেনারেলকে বরখাস্ত করেছেন। সে জায়গায় নতুন জেনারেল নিয়োগ দিয়েছেন তিনি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের নিরাপত্তা পরামর্শক সংস্থার বরাতে সংবাদমাধ্যম লাইভ মিন্ট এসব তথ্য জানিয়েছে।
    গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ রোববার রুশ হামলা ১৮তম দিনে গড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন দুদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। তাঁদের ভাষ্যমতে, প্রতিরোধসহ নানা কৌশলের মাধ্যমে রুশ সেনাদের অগ্রগতি ধীর করে দিতে সক্ষম হয়েছে ইউক্রেন বাহিনী।

    এর মধ্যেই ইউক্রেনের নিরাপত্তা পরামর্শক সংস্থার প্রধান ওলেকসি দানিলভ বলেন, দুর্বল রণকৌশল ও কয়েক দফায় রাশিয়ার লজ্জাজনক হারের কারণে পুতিন এ পর্যন্ত আট সেনা জেনারেলকে বরখাস্ত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘শত্রুপক্ষের বিরুদ্ধে ঠিকমতো কাজ করতে না পারায় তাদের আট জেনারেলকে পদচ্যুত করা হয়েছে। সে জায়গায় নতুন মানুষদের নিয়োগ দেওয়া হয়েছে। রুশ ফেডারেশনে কী ঘটতে যাচ্ছে, তা আমরা পরিষ্কার করে বুঝতে পারছি। আমি বলতে পারি, তারা এখন মরিয়া অবস্থায় আছে।’দানিলভ আরও বলেন, ‘রুশরা কখনো চিন্তাও করেনি যে আমরা এতটা ঐক্যবদ্ধ এক জাতি।’ তবে তিনি মনে করেন, সামনের পথটিকে মসৃণ ভাবার সুযোগ নেই।দানিলভ বলেন, ‘সামনের পথটি কঠিন হবে। শত্রুকে খাটো করে দেখা যাবে না। সব দিক থেকে তাদের পরাজিত করতে প্রস্তুত আছি আমরা। তবে তারা (শত্রুপক্ষ) পঙ্গপালের মতো লুকিয়ে ও হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে পারে।’

     

    অভিযানের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ লড়াইয়ে শত্রুপক্ষ রাশিয়ার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে সম্প্রতি একটি পরিসংখ্যান উপস্থাপন করে ইউক্রেনের পররাষ্ট্র দপ্তর। ওই প্রতিবেদনে দাবি করা হয়, অভিযানে ১২ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। এ লড়াইয়ে রাশিয়ার ৩৫৩টি ট্যাংক, বিভিন্ন ধরনের ১ হাজার ১৬৫টি সাঁজোয়া যান, ৫৭টি বিমান, ৮৩টি হেলিকপ্টার, ১২৫টি কামান, ৫৮টি রকেট উৎক্ষেপণ ব্যবস্থায় (এমএলআর) আঘাত করতে পারার দাবি করেছে কিয়েভ।এগুলো ছাড়াও রাশিয়ার ৬০টি জলকামান, ৫৫৮টি গাড়ি, ৩টি জাহাজ, ৭টি চালকবিহীন বিমান ও ৩১টি বিমান-বিধ্বংসী ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

    এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শনিবার বলেছেন, রাশিয়ার সেনারা রণে ভঙ্গ দিয়ে আত্মসমর্পণ করছেন। শুক্রবারও ৫০০-৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছেন বলে দাবি করেন তিনি। রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের প্রায় ১ হাজার ৩০০ সেনা নিহত হওয়ার তথ্যও জানান জেলেনস্কি।

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.