ম্যাচ ও সিরিজ সেরা বিশ্ব অলরাউন্ডার সাকিব

সেরা হওয়ার অভ্যাসটা যেন আরো পাকাপোক্ত ভাবেই শিখে গেছেন সাকিব আল হাসান। দল ভালো খেলুক অথবা খারাপ বিশ্বসেরা এ অলরাউন্ডার যেকোনো ম্যাচেই দেখিয়ে দিয়েছেন নিজের বেস্ট পারফরম্যান্স।  হোক সেটা বল হাতে বা ব্যাট হাতে৷ 

এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ রান আর দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট শিকার করে নিয়েছেন সাকিব। তাই সিরিজ সেরার পুরস্কারটিও নিজের করে নেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের  লাস্ট ম্যাচে সাকিব অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড ও অ্যাস্টন টার্নারের  উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১০০ উইকেটের মালিক এখন  সাকিব।সেই সাথে গড়লেন আরেক রেকর্ড।  বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের পাশাপাশি ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি।  

সাকিবের পরিসংখ্যানের হিসাব দেখলে জানা যায়,  বিশ্বসেরা এ অলরাউন্ডার  টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ৯টি ফিফটির সাহায্যে ১৭১৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে বাঁ-হাতি স্পিনে শিকার করেন ১০০ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৫৭ ম্যাচে ব্যাট হাতে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১২ হাজার ২৫১ রান আর বল হাতে সাকিবের শিকার ৫৯২ উইকেট

সর্বশেষ জিম্বাবুয়ে সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটের সিরিজ জিতে ইতিহাস গড়ে দেশে ফিরে বাংলাদেশ। দেশে ফেরার মাত্র সপ্তাহ খানেক ব্যবধানে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারায় টাইগাররা।।

Leave a Comment