মেরিন একাডেমির যাত্রা শুরু পীরগঞ্জে রংপুর

পীরগঞ্জে রংপুর মেরিন একাডেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো । আর এর মাধ্যমে উত্তরাঞ্চলে সমুদ্রবিষয়ক জ্ঞান চর্চার দ্বার উম্মোচন হলো। প্রধানমন্ত্রী গণভবন থেকে একাডেমির উদ্বোধন করেন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ।

পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, মেয়র তাজিমুল ইসলাম শামীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিনোদা রানী রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু ও জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ এ সময় একাডেমি প্রাঙ্গনে রংপুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান।

তবে গণপূর্ত বিভাগের মাধ্যমে পীরগঞ্জের রায়পুর ইউনিয়নের ফলির বিল এলাকায় প্রায় এক শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই একাডেমি। তবে ২০১২ সালের জুলাই মাসে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও দুই দফায় গণপূর্তের রেট শিডিউল বদলের কারণে সংশোধিত ডিপিপি প্রণয়ন ও অনুমোদনের পর একাডেমিটি নির্মাণে ২০২১ সাল পর্যন্ত লেগে যায়।

এই একাডেমিতে অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, প্যারেড গ্রাউন্ড, ডরমেটরি ভবন, সাতটি আবাসিক ভবন, মসজিদ, অত্যাধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুলসহ ৩৫টি অবকাঠামো রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িতে এই একাডেমিতে অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, প্যারেড গ্রাউন্ড, ডরমেটরি ভবন, সাতটি আবাসিক ভবন, মসজিদ, অত্যাধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুলসহ ৩৫টি অবকাঠামো রয়েছে। তবে অত্যাধুনিক প্রশিক্ষণ ভবনের পাশাপাশি রয়েছে একটি দৃষ্টিনন্দন পুকুর। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি কারিকুলামের আদলে চার বছর মেয়াদের কোর্সের প্রথম পর্যায়ে প্রতি বছর ৫০ জন করে ক্যাডেট ভর্তি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দক্ষ নাবিক ও নৌ-প্রকৌশলী তৈরি, জেলায় জেলায় সমুদ্রবিষয়ক জ্ঞান চর্চার সুযোগ তৈরি, মানবসম্পদ উন্নয়ন, বেকার সমস্যা সমাধান, দারিদ্র্য দূরীকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে এই মেরিন একাডেমি ভূমিকা রাখবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্য দিকে ২০২০ সালের জানুয়ারি থেকে মেরিন অ্যাকাডেমির শিক্ষা কার্যক্রম চালু হওয়ায় ভর্তি হওয়া ক্যাডেটরা আপাতত চট্টগ্রাম মেরিন অ্যাকাডেমিতে সংযুক্ত আছেন। আগামী জুলাই মাসে তারা এখানে শিফট হবে বলে জানিয়েছেন মেরিন অ্যাকাডেমির কম্যান্ড্যান্ট ক্যাপ্টেন মো: শফিকুল ইসলাম সরকার।

Leave a Comment