অন্যের ভুলটা আমরা সহজেই দেখতে পারি। আর দেখতে পেতে না পেতেই বসে যাই সমালোচনার আসরে। আরও মাল মশলা দিয়ে আসরকে সুস্বাদু করাই যেন আমাদের মুখ্য বিষয় হয়ে যায় দাঁড়ায়।
মানুষ মাত্রই যে ভুল তা তখন নিতান্তই বইয়ের পাতার কিছু শব্দমাত্র।
আমাদেরও যে ভুল হয়,আমরাও যে তার মতই রক্ত মাংসের মানুষ এসব তো চিন্তায় থাকা দুরের কথা নিজেদের তখন ফেরেশতা ভাবা শুরু করি।
অন্যের কথা বলতে গিয়ে কখন যে পরনিন্দা শুরু হয়ে যায় আসরের কারোরই মাথায় থাকেনা।
আমরা নিজেরাও কিন্তু কেউ ধোয়া তুলসি পাতা নই।ভুল আমরাও করি। যারা সবসময় অন্যদের ভুল নিয়ে মাতামাতি করে তারা নিজেদেরও সবসময় সঠিক দাবি করে।
নিজের ভুলটা চোখেই পড়েনা। কিন্তু নিজেরটাই খেয়াল করতে হবে। কে জানে অন্যরা আপনাকে নিয়েও পিঠপিছে ভুলের রাজ্য গড়ে তুলছেনা!
জীবনকে এতো জটিল করবেননা। ছোট্টো এই জীবনে মানুষে মানুষে এতো বিভেদ করে কি হবে। কে কবে বড় হতে পেরেছে বলেন।
এই ছোট ছোট পদক্ষেপ গুলো একটা সময় আপনাকে একটা সুন্দর জগত উপহার দিবে।
সমালোচনা আপনাকে কখনোই বড় করবেনা,বরং আরও সংকীর্ন করে তুলবে। মানুষের ভালো জিনিসগুলো দেখুন আগ্রহ সহকারে।নিজের মধ্যে দুই একটার বিকাশ ঘটান।মনটা বিকশিত করুন।
নিজেকে নিজে বলেনতো নিজের কি কম দোষ আছে কি দরকার অন্যেরটা নিয়ে ঘাটাঘাটি করার।
সমালোচনা বাদ দিয়ে ভালোকাজ গুলো নিয়ে কথা বলি। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে একদিন আপনি আমি মিলে সুন্দর সমাজ গড়বো।
reporter: নওমিন