মানবি (নিরেট কাব্য)

পৃথিবীর সৃ্ষ্টিলগ্ন থেকেই
খুঁজছি তাকে ভালোবেসে,
মেলেনি দেখা আজও
মাটির এই মর্তে এসে।
নয়তো সে মর্তের মানবি
কোথাও মেলেনি দেখা
যে ছবি বুকে আছে আঁকা।
সে কী কল্পলোকের মায়ামৃগ,
নাকি শুধুই মরিচীকা।
চিরকাল চলে সমান্তরাল
সেতো অনন্যা নিরুপমা,
কাব্যের ভাঁজে ভাঁজে
মেলে তারই উপমা।
আমি একা শুধুই ভাবি
হয়না মিলন কোনো কালে,
চির অতৃপ্ত তাই
মর্তের মানব-মানবি।

এটিএম মোর্শেদ

Leave a Comment