মাঠে নামবে পুলিশ, বিজিবি, দরকার হলে সেনাবাহিনী

সোমবার থেকে শুরু হতে যাচ্ছে কঠোর লকডাউন।  শনিবার প্রজ্ঞাপন জারি হবে এ বিষয়ে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায়  সিদ্ধান্ত নিয়েছে সরকার। কঠোর লকডাউন  নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, “আগামীকাল আমরা প্রজ্ঞাপন দেব। আমাদের তথ্য অফিসার তথ্য দিয়েছেন। আমরা এক সপ্তাহের জন্য লকডাউন বাড়াব।” তিনি আরো বলেন,  এরপর যদি প্রয়োজন হলে লকডাউন বাড়তেও পারে।  

আর এই লকডাউন যাতে যথাযত ভাবে পালন হয় সেটা পর্যবেক্ষণের জন্য থাকবে পুলিশ,  বিজিবি। এবং দরকার হলে সেনাবাহিনীও  মোতায়েন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।  মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ এবং সতর্ক করতে করে যাবে এই ফ্রন্টলাইনের বাহিনীরা। 

এই কঠোর লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে। এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ শনিবার ( ২৬ জুন)  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

Leave a Comment