মস্তিষ্কের আবরণ মেনিনজেস

আমাদের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের আবরণ হলো মেনিনজেস।এর তিনটি লেয়ার আছে-
১.ডুরা ম্যাটার
২.এরাকনয়েড ম্যাটার
৩.পায়া ম্যাটার
ডুরা ম্যাটারকে প্যাকিমেনিক্স বলে এবং এরাকনয়েড ম্যাটার ও পায়া ম্যাটার কে লেপ্টোমেনিনজেস বলে।

ডুরা ম্যাটারে আবার দুই ধরনের লেয়ার থাকে-
*বাইরের পেরিওস্টাল লেয়ার
*ভেতরের মেনিনজিয়াল লেয়ার
আর মেনিনজিয়াল লেয়ারে চারটি ভাঁজ থাকে-
-ফক্স সেরেব্রি
-টেনটোরিয়াম সেরেবেলি
-ফক্স সেরেবেলি
-ডায়াফ্রাম শিলা

মেনিনজেসের রক্তসংবহন বেশ কিছু ধমনী দিয়ে হয়ে থাকে।যেমন-
*ইন্টারনাল ক্যারোটিড ধমনীর অপথ্যালমিক শাখা
*এক্সটার্নাল ক্যারোটিড ধমনী
*ভার্টিব্রাল ধমনী

মেনিনজেসের স্নায়ু সংবহন-
*ট্রাইজেমিনাল স্নায়ুর অপথ্যালমিক শাখা
*ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার শাখা
*ভ্যাগাস স্নায়ু এবং
*প্রথম তিন জোড়া স্পাইনাল স্নায়ু।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment