মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশ।
পক্ষে থাকলে, পক্ষে লিখলে সাংবাদিকরা ভালো আর বিপক্ষে গেলেই মামলা দিয়ে হয়রানি করা হয়। তবে এখন দিন পাল্টে গেছে। এটা এখন আর হবে না। কেউ যদি মনে করেন সাংবাদিকদের ব্যবহার করবেন, তা হবে না। আপনি যে-ই হোন না কেনো,সাংবাদিকের বিপক্ষে গেলে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

আজ (২৫ আগস্ট) বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য এই কথা বলেন।

এই সমাবেশে আবু জাফর সূর্য বলেন, সাংবাদিক রাস্তায় দাঁড়াবে ব্যাপারটা এমন নয়। অন্য শ্রেণি-পেশার মানুষ তাদের দাবি-দাওয়া অধিকার মর্যাদা নিয়ে এই প্রেসক্লাবের সামনে দাঁড়াবে, সাংবাদিকরা সেগুলো লিখবে, এরকমই কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় হোলো আমাদের দাবি, আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এর কারণে সাংবাদিককেই রাজপথে থাকতে হচ্ছে।

উক্ত সমাবেশে আগামী ৩ দিনের মধ্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রামে করা ৫০০ কোটি টাকার যে মানহানি মামলা করা হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএসএফের সাধারণ সম্পাদক আবু জাফর, সোহেল সানী, সংগঠনের যুগ্ম সম্পাদক আনিসুল লিমন, ঢাকা জেলা উত্তরের সভাপতি আবদুল্লাহ আল মামুন ঢাকা দক্ষিণের সভাপতি নাসির উদ্দীন পল্লব প্রমুখ।

Leave a Comment