বড় হতে চাই

আমরা সবাই বড় হতে চাই। নিজেকে একটা ঈর্ষান্বিত জায়গায় দেখতে চাই।
আমরা অনেকে সফলও হয়ে যাই।
অনেক বড় বড় জায়গায় আমরা প্রতিষ্ঠিত হই।
বড় বড় মাপের মানুষের সাথে আমাদের উঠা বসা করতে হয়।

আমরা অনেকে অনেক স্তর থেকে এসে একটা জায়গা করি সমাজের। সম্মানের শ্রদ্ধার।
কে কোন জায়গা থেকে এসেছি এটা বড় কথা না।
কার গায়ের রং কেমন এটাও দেখবার বিষয় না।
কেননা এগুলো আপনার হাতের নাগালে না। তাহলে কোনটা দেখবার বিষয়! তাই না!
দেখবার বিষয় আপনি কতটা ভদ্র, কতটা অমায়িক, আপনার শিক্ষাটাকে আপনি কোথায় রপ্ত করেছেন এসব।

এসব তো বুজলাম।
কিন্তু এসবের বাইরেও প্রথম দেখায় মানুষের আরও একটা জিনিস আছে যা নজরে আসে।
কি বলেন তো।
আওয়াজ। হ্যাঁ। আপনার কথা বলার আওয়াজ। সুন্দর করে কথা বলাটাও কিন্তু একটা শিল্প।
আপনি অনেক সুন্দর দেখতে মাশাল্লাহ কিন্তু কথা বলার সময় মুখ খুলতেই বেরিয়ে আসলো হেরে গলায় কিছু মিশ্র আঞ্চলিক ভাষা অথবা বিকৃত কিছু শব্দ। তাহলে কিন্তু আপনি আপনার সেই জায়গাটা ধরে রাখতে পারলেন না।
আবার আপনি দেখতে যেমনই হোন না কেন।একজনের সামনে দাঁড়িয়ে যখন সুন্দর করে কয়েকটা কথা বলবেন। আপনার সেই জায়গাটার ভাড় কিন্তু আপনাআপনি বেড়ে যাবে।

কথাতো আমরা সবাই ই বলি। সুন্দর করে কয়জনই বা বলি। অনেক লোকসমাগম এর মাঝে আমরা অনেককেই দেখি অনেক জোড়ে জোড়ে কথা বলছে। এগুলা কিন্তু মোটেই সভ্য দেখায় না।

একটু শোভন আচরণ আমাদের জীবনাচরণকে অনেক বেশি উন্নত করে দেয়।
জীবনে এগিয়ে যেতে প্রতিদিনের একটু একটু চেষ্টা থাকলে সুন্দর করে কথা বলার অভ্যাস করে ফেলা সময়ের অতিক্রম মাত্র।

Reporter: নও মি ন

Leave a Comment