বিশ্ব মাত করা ’মানিকে মাগে হিঠে’ গানের অর্থ কি-জেনে রাখুন

সঙ্গীত দিয়ে বিশ্ব মাত করা যায়। আর সংগীতের ছোঁয়ায় বিশ্বকে একসূত্রে গাঁথাও যায় – এটা আবারও প্রমাণ করে দিয়েছে মানিকে মাগে হিঠে গানটি।শ্রীলঙ্কার ভাষার এই ভাইরাল গানের সুরে নেচে উঠেছে গোটা বিশ্ব। যদিও শ্রোতা – দর্শকদের বেশিরভাগই এই গানটির অর্থ জানেন না। অথচ গানটির তালে নেচে উঠতে দ্বিধা করেননি কেউই। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মধ্যপ্রাচ্যের দেশগুলোপেরিয়ে বর্তমানে সারাবিশ্বের শ্রোতা – দর্শকদের মণিকোঠায় রয়েছে গানটি।

শেষ খবরে ইতিমধ্যেই ১০০ মিলিয়ন শ্রোতা স্ট্রিম করে ফেলেছেন বহুল প্রচারিত এই গানটি। এটি খুব স্বাভাবিকভাবেই এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এই কভার গানটি গেয়েছেন শ্রীলঙ্কার পপ কুইন ইয়োহানি ডি’ সিলভা।জানা যায়, এর আগে শ্রীলঙ্কার কোনও গায়িকার মিউজিক ভিডিও এক কোটির বেশি ভিউ হয়নি। বলাবাহুল্য, ইয়োহানিই শ্রীলঙ্কার প্রথম গায়িকা যার মিউজিক ভিডিও সমস্ত রেকর্ড ভেঙে দশ কোটি পেরিয়ে গিয়েছে। ‘মানিকে মাগে হিঠে’ গানটির অরিজিন্যাল ভার্সন গেয়েছিলেন শশীশান রথনায়কা।

চলতি বছরের মে মাসে ইয়োহানি গানটির কভার ভার্সন তৈরি করেন। যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে অজস্র সঙ্গীতপ্রেমীর মুঠোফোনে এটি টোকা দিয়েছে।ভাইরাল এই গানটি নেটিজেনদের প্লে লিস্টে যেমন রয়েছে, তেমনই পছন্দ হয়েছে সেলিব্রেটিদেরও।অমিতাভ বচ্চন এবং তার নাতনি নভ্যা নভেলি নন্দা ওই গানটি লুপে চালিয়ে শুনেছেন।

জানা যায়, বিগ বি এক Tweet বার্তায় লেখেন, শ্রীলঙ্কার মানিকে মাগে হিঠে গানটি আমার দারুণ লেগেছে। আমার নাতনি কালিয়া ছবির জাহান তেরি ইয়ে নজর হ্যায় গানটির সঙ্গে মিলিয়ে ফাটাফাটি এডিট করেছে ওই গানটিকে। ওই ভিডিওতে নব্যা ‘কালিয়া’ ছবিতে অমিতাভের নাচের সঙ্গে ‘মানিকে মাগে হিঠে’ গানটি জুড়ে দিয়েছে।এদিকে পরিণীতি চোপড়া গানটি শুনতে শুনতেই লং ড্রাইভে বেরিয়ে পড়েছেন। টিভি তারকারাও গানটির সঙ্গে দুর্দান্ত সব রিল ভিডিও তৈরি করছেন নিয়মিত।

সম্প্রতি অর্জুন বিজলানি বিহুর স্টাইলে ওই গানের সঙ্গে ফাটাফাটি নেচেছেন, যা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এবং Youtuber যশরাজ মুখাটেও ওই গানটি গেয়ে ফেলেছেন। এর ফলে এখনও ইয়োহানি বাম্পার হিট। কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছে তার গাওয়া মানিকে মাগে হিঠে।ভাষাগত অর্থের দিক থেকে গানটি কিন্তু প্রিয়তমকে উৎসর্গ করার জন্য পারফেক্ট।

গানের অর্থ কিছুটা এই রকম – ‘প্রিয়তম, তুমি আমার হৃদয়ে। যে কোনও চিন্তা তোমাকে ঘিরে। সেই চিন্তা আমার মনে আগুনের মতো ছড়িয়ে পড়ছে… সবসময়ই তোমাকে দেখতে চাই… হৃদয়ের খুব কাছে তুমি… বহুদিন ধরেই যেন তোমাকে চিনি’। Manike Mage Hithe – এর আক্ষরিক অর্থ, ‘প্রিয়তম, তুমি আমার হৃদমাঝারে…’।

Leave a Comment