বগুড়ায় বাড়ির কাছের বাঁশঝাড়ে পাওয়া গেল স্কুলছাত্রের গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি বাঁশঝাড় থেকে সিফাত (১৩) নামের এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ওই বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সিফাত বগুড়া শহরের নিশিন্দারা এলাকার খাঁ পাড়ার শাহ আলম প্রামানিকের ছেলে। সে শহরের নূরানী মোড় প্রতিভা পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সদস্যরা জানিয়েছেন, সিফাত তার বোনের নষ্ট মুঠোফোন মেরামত করার জন্য গতকাল (রোববার) বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, সিফাতের মাকে খবর দেওয়া হয়েছে। তার বাসা বগুড়া শহরের নিশিন্দারা এলাকায়। সেখান থেকে বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুরের ওই বাঁশঝাড় প্রায় ২০ কিলোমিটার দূরে। লাশের কয়েক গজ দূরে একটি ভাঙা চাপাতি ও মুঠোফোন পাওয়া গেছে। এই চাপাতি দিয়েই সিফাতকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাসমত উল্লাহ আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Comment