ফুসফুসের আবরণে রয়েছে প্লুরা

মানুষের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ফুসফুস।দুইটি ফুসফুস থাকে দেহে।এর আবরণের নাম প্লুরা।সেই প্লুরা সম্পর্কে জেনে নেয়া যাক।

প্লুরা একটি সেরাস স্যাক।পুরো ফুসফুসকে এটি আবৃত করে রাখলেও দুটি জায়গায় থাকে না-
*হাইলাম
*পালমোনারি লিগামেন্ট

প্লুরা দুই ধরনের-
*ভিসেরাল প্লুরা
*প্যারাইটাল প্লুরা

প্যারাইটাল প্লুরার চারটি অংশ-
১.কোস্টাল
২.ডায়াফ্রামেটিক
৩.সারভাইকাল
৪.মিডিয়াস্টিনাল

প্লুরার কাজঃ
১.ফুসফুসের প্রসারণে সাহায্য করে।
২.ফ্লুইড গ্রহণ করে।
৩.আবরণ হিসাবে কাজ করে।

মানুষের দুইটি ফুসফুসই অনেক গুরুত্বপূর্ণ।তাই এদের যত্ন নেওয়া প্রয়োজন।তা আমাদের শরীরের জন্যই ভালো।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment