প্রতিমন্ত্রী মুরাদকে নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে তর্কে জড়ালেন যুবদল নেতা

সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এক সময় ছাত্রদল করতেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করার পর তা নিয়ে প্রকাশ্য অনুষ্ঠানে তর্কে জড়ালেন যুবদলের এক নেতা।

ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’এর আলোচনায় মির্জা ফখরুল বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে।

বক্তব্যের একপর্যায়ে বিএনপি মহাসচিব বলেন, ‘শুনেছি সে না কি একসময় ছাত্রদল করত। দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা। আগে সে ছাত্রদল করত। সে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রচার সম্পাদক ছিল। পরবর্তীকালে সে ছাত্রলীগে জয়েন করেছে। ধিক্কার দিই আমি তাকে। শেইম।’

এ সময় মিলনায়তনের দ্বিতীয় তলায় থাকা যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন দাঁড়িয়ে ফখরুলের বক্তব্যের দ্বিমত জানিয়ে বলেন, ‘মুরাদ ছাত্রদল করে নাই।’

মির্জা ফখরুল তখন ধমকের সুরে বলেন, ‘ইউ ডোন্ট নো। তুমি বাজে কথা বলবে না। তুমি জান না।’

এরপরও শাহিন তর্ক চালিয়ে গেলে মিলনায়তনে থাকা বিএনপিকর্মীরাও ক্ষুব্ধ হয়ে ওঠে। মির্জা ফখরুল তখন যুবদল নেতা শাহিনকে নিচে নেমে মঞ্চে আসার জন্য বলেন। মঞ্চে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকার মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম চুপ থাকতে বলেন শাহিনকে।

পরিস্থিতি শান্ত হলে ফখরুল বলেন, ‘এক সময়ে সে (মুরাদ) ছাত্রদল করেছেন, পরবর্তীতে সে ছাত্রলীগের নেতা হয়ে প্রেসিডেন্ট হয়েছে। দুর্ভাগ্য আমাদের, এই রকম একটা ছেলে ওই সময়ে ছাত্রদলে ছিল।’

Leave a Comment