পুলিশ-র‌্যাব দিয়ে খুন-গুমের ঘটনা নিষেধাজ্ঞায় প্রমাণ হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, র‌্যাবের সাবেক কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় প্রমাণ হয়েছে পুলিশ আর র‌্যাবকে ব্যবহার করে খুন-গুম করা হয়েছে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে শনিবার ডিআরইউতে এনডিপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে একটি খবর বেরিয়েছে র‌্যাব নিয়ে- যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি হওয়ার কথা। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সরকার, তা দেখতে চাই।’

তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মনে রাখা উচিত তারা রাষ্ট্রের কর্মকর্তা। পুলিশ আর র‌্যাবকে ব্যবহার করে খুন-গুম করা হয়েছে তা এই ঘটনায় আবার প্রমাণ হয়েছে। পরিণতি এটাই, এর জবাব জনগণের কাছে দিতে হবে।’এ সময় মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কারণ, তারা ভাবছে খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া গেলে তাদের পথ নিষ্কণ্টক হবে। তাদের এই ধারণা ভুল। কারণ, বিএনপি মানুষের রাজনীতি করে।’তিনি বলেন, ‘খালেদা জিয়া একা নন। তার সঙ্গে দেশের মানুষ আছে। কারণ সংকটটা বিএনপির একার নয়, সংকটটা জাতির। দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।’

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ রয়েছেন।অন্যদের মধ্যে রয়েছেন- র‌্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খান।

Leave a Comment