পারকিনসন’স ডিজিজ

আমাদের মস্তিষ্কের বিভিন্ন রোগের মধ্যে অন্যতম একটি হলো পার্কিনসন ডিজিজ।এই রোগে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের অভাব হয়।ফলে নানারকম সমস্যা দেখা দেয়।

পার্কিনসন ডিজিজের লক্ষণ হলো-
*পেশির কাঠিন্যঃ
হাতে পায়ের মাংসপেশিতে কাঠিন্যভাব দেখা দেয়।
*কম্পনঃ
বিশ্রামের সময় শরীর কাঁপে।কাজ করলে কাঁপেনা।
*ভাবলেসহীন মুখ
*ক্লান্তি
*কথা বলতে অসুবিধা
*ব্রাডিকাইনেসিয়া

★পারকিনসন ডিজিজের চিকিৎসাঃ
এই রোগের চিকিৎসা হিসাবে ডোপামিন দেয়া হয়।তবে সরাসরি ডোপামিন দেয়া হয়না।কারণ সরাসরি দিলে তা ব্লাড ব্রেইন বেরিয়ার অতিক্রম করতে পারেনা।তাই এল ডোপা দেয়া হয়।কারণ তা ব্লাড ব্রেইন বেরিয়ার অতিক্রম করতে পারে।ব্রেইনে গিয়ে এটি ডোপামিনে পরিণত হয়।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment