পররাষ্ট্র সচিবের বক্তব্যে আশাবাদী ইলিয়াস আলীর ছেলে

‘গুম হওয়া নেতাকর্মীদের মধ্যে অন্তত ৮/৯ জনকে খুঁজে পাওয়া গেছে’-পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের এমন বক্তব্যে আশাবাদী হয়ে উঠছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে। 

২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপির সাবেক এমপি এবং দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হয়েছিলেন।  পরদিন ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘মধ্যরাতের পর ঢাকার বনানী থানা থেকে ফোন করে তাকে জানানো হয় মহাখালী থেকে একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।’ 

ইলিয়াস নিখোঁজ হওয়ার পর কেটে গেছে ১০ বছর। তার বড় ছেলে আবরার ইলিয়াস এখন ব্যারিস্টার। 

বৃহস্পতিবার তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারের মন্ত্রীদের কথা শুনে আশাবাদী হয়ে উঠছি। আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে। এতদিন কেঁদে কেঁদে চোখের জল ফেলেছি। প্রধানমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এতদিনেও তার বাস্তবায়ন হয়নি।’ 

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘বাংলাদেশে নিখোঁজ হওয়া ৭৬ জনের মধ্যে ৮-৯ জনের খোঁজ পাওয়া গেছে। দেশের সংস্থাগুলো এ নিয়ে কাজ করছে। দেশে এবং দেশের বাইরে আরও কয়েকজনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে, কী কী ক্লু আছে, সেগুলো আমরা দেখব।’ 

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস। বিএনপির অভিযোগ, তাকে সরকারই ‘গুম’ করে রেখেছে। ওই সময় সন্ধানের দাবিতে টানা এক সপ্তাহ হরতাল পালিত হয় সিলেটের বিশ্বনাথে। হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী নিহত হন।

Leave a Comment