নিউরনের সংযোগস্থলের উপকারিতা

আমাদের মস্তিষ্কের কোষকে বলা হয় নিউরন।নিউরনের কোষদেহের পাশাপাশি থাকে প্রসেস।প্রসেস আবার দুই ধরনের-
*এক্সন
*ডেনড্রাইট

মস্তিষ্কে এই নিউরনগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে।তাদের সংযুক্তির স্থানকে বলা হয় সিন্যাপস।
সিন্যাপসে থাকতে পারে-
*এক্সনের সাথে এক্সন
*এক্সনের সাথে ডেনড্রাইট
এছাড়াও বিভিন্ন বিন্যাসে এরা থাকতে পারে।

সিন্যাপস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।যেমন-
*আমাদের উদ্দীপনা কোনদিক থেকে কোনদিকে যাবে তা নির্ধারণ করে সিন্যাপস।
*সিন্যাপসের রয়েছে সিলেকটিভ একশন
*সিন্যাপস মেমোরি সংরক্ষণ করে
*সিন্যাপস সিগনালকে বর্ধিত করে

সিন্যাপস হচ্ছে নিউরনসমূহের সংযুক্তিস্থান।তাই আমাদের স্মৃতিরক্ষা ও সাড়াদানের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment